রাজশাহীতে তুলার গুদামে আগুন
রাজশাহী মহানগরীর গণকপাড়া এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর একটার দিকে আগুনের সূত্রপাত হয়।
রাজশাহীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিকেল সাড়ে ৫টায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে।
৯০০ বর্গফুটের সেমিপাকা এই গুদামের এক অংশে তুলা এবং অন্য অংশে বৈদ্যুতিক মালামাল ছিল। তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।
তবে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
Comments