টিকা নিলেন সালমান খান
বলিউড সুপারস্টার সালমান খান করোনার টিকা নিয়েছেন। তিনি নিজেই টুইটারে বিষয়টি জানিয়েছেন।
আজ বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ভ্যাকসিনের প্রথম ডোজ নেন এই অভিনেতা।
তিনি টুইট করেন, ‘আজকে আমি ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছি।’
Took my first dose of vaccine today....
— Salman Khan (@BeingSalmanKhan) March 24, 2021
এর আগে, আজ সকালে আরেক বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত সামাজিক যোগাযোগমাধ্যমে টিকা নেওয়ার ছবি শেয়ার করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, আজ সালমান খানকে মুম্বাইয়ের বান্দ্রার একটি হাসপাতালে দেখা গেছে। তিনি একটি ধূসর রঙের টি-শার্ট এবং কালো ট্রাউজার্স পরা ছিলেন।
বলিউডের সালমান খান ও সঞ্জয় দত্ত ছাড়াও ইতোমধ্যে সাইফ আলী খান, পরেশ রাওয়াল, অনুপম খের, হেমা মালিনী, ধর্মেন্দ্র, শর্মিলা ঠাকুর, নীনা গুপ্ত, গজরাজ রাও, সতীশ শাহ, জনি লিভার এবং রাকেশ রোশনের মতো তারকার করোনার টিকা নিয়েছেন।
Comments