রাজশাহীতে মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের বাধা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজশাহী মহানগরীতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় ১০ নেতাকর্মীকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে বোয়ালিয়া থানা পুলিশ।
বুধবার বিকেল পৌনে ৫টায় সাহেব বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় এবং সন্ধ্যা পৌনে ৭টার দিকে ছেড়ে দেওয়া হয় বলে দ্য ডেইলি স্টারকে জানান বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ।
তিনি বলেন, 'পূর্ব অনুমতি ছাড়া মিছিল বের করায় পুলিশ তাদের আটক করে।'
রাজশাহীর গণসংহতি আন্দোলনের আহ্বায়ক মুরাদ মোর্শেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা কোন মিছিল বের করিনি। আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় কিছু পুলিশ আমাদের লোকজনদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এমনকি মারধরও করেছে।'
এক পর্যায়ে পুলিশ রাজশাহীর বাম গণতান্ত্রিক জোটের আহ্বায়ক রাগীব আহসান মুন্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজশাহীর সভাপতি এনামুল হক ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের রাজশাহীর আহ্বায়ক আলফাজ হোসেনসহ বাম গণতান্ত্রিক জোটের অন্তত দশ নেতাকর্মীকে পুলিশ তুলে নিয়ে যায় বলে জানান তিনি।
আরও পড়ুন-
Comments