কুষ্টিয়ায় ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

কুষ্টিয়ার পোড়াদহ জংশনে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। লাইনে ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
তিনি আরও জানান, উদ্ধারকারী ট্রেন খবর দেওয়া হয়েছে। তবে লাইন স্বাভাবিক হতে কত সময় লাগবে তা তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি।
যোগাযোগ করা হলে পাকশী রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা প্রকৌশলী বীরবল মণ্ডল জানান, উদ্ধারকারী ট্রেনকে বলা হয়েছে। রাতের মধ্যে লাইন ঠিক হতে পারে।
Comments