জাপান সাগরে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

জাপান সাগরে উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান।
Kim Jong Un.jpg
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি: রয়টার্স ফাইল ফটো

জাপান সাগরে উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান।

আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই উত্তর কোরিয়ার প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো নিষিদ্ধ করা হয়েছে।

জাপান ও দক্ষিণ কোরিয়া এই পরীক্ষার নিন্দা জানিয়েছে।

তবে, টোকিও জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র জাপানের বিশেষ নিরাপত্তা অঞ্চলের বাইরে সাগরে পড়েছে। ক্ষেপণাস্ত্রগুলো স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টার পরে ছোড়া হয়েছে।

আরও জানানো হয়, ক্ষেপণাস্ত্র দুটি ৪২০ কিলোমিটার ও ৪৩৯ কিলোমিটার দূরে গিয়ে সাগরে পড়েছে। তবে, কোনো ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।  

উত্তর কোরিয়ার ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলো আর্টিলারি কিংবা ক্রুজ ক্ষেপণাস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

Comments