খেলা

শেষ ম্যাচে তামিমদের করণীয় জানালেন ব্যাটিং কোচ

ওয়েলিংটনে আগামীকাল শুক্রবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
Jon Lewis
ছবি:ডারহাম কাউন্টি ক্লাব

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ইতোমধ্যে পকেটে পুড়েছে নিউজিল্যান্ড। শেষটিতে তাই বাংলাদেশের হোয়াইটওয়াশ হওয়া এড়ানোর পালা। সেই সঙ্গে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে যে কোনো সংস্করণে প্রথম জয় আদায় করার লড়াইও। ডানেডিনে প্রথম ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ করা বাংলাদেশের ব্যাটসম্যান ঘুরে দাঁড়ায় দ্বিতীয় ম্যাচে। তাতে ক্রাইস্টচার্চে ক্ষণিকের জন্যে হলেও জেগেছিল জয়ের সুবাস। উন্নতির এই ধারাবাহিকতা বজায় রাখতে চান ব্যাটিং কোচ জোনাথান লুইস। সেজন্য তামিম ইকবালদের করণীয় কী, তা জানালেন তিনি।

ওয়েলিংটনে আগামীকাল শুক্রবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। বেসিন রিজার্ভে খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।

নতুন বল মোকাবিলা সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে লুইসের কাছে। আগে-পরে যখনই বাংলাদেশ ব্যাটিং করুক না কেন, পরিকল্পনা যেমন হবে তা বৃহস্পতিবার নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় বললেন তিনি, ‘আমরা যদি আগে ব্যাট করি, তাহলে (নতুন) বল কী করতে পারে, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। তাদের দলে ট্রেন্ট বোল্ট আছে এবং (টিম) সাউদি যদি একাদশে ফেরে... তারা খুব ভালো মানের পারফর্মার।’

‘তারা যেন শুরুতে ক্ষতি না করতে পারে, আমাদের তা নিশ্চিত করতে হবে। আর যদি আমরা বড় লক্ষ্য তাড়া করি, তাহলে পাওয়ার প্লের সুবিধা নিতে হবে আমাদের। কিছু ঝুঁকি নিতে হবে, বড় শট খেলতে হবে।’

ডানেডিনে বিবর্ণ ব্যাটিংয়ে মাত্র ১৩১ রানে গুটিয়ে যাওয়া সফরকারীরা ক্রাইস্টচার্চে তোলে ২৭১ রান। পরে ক্যাচ মিস, ফিল্ডিং মিসের মহড়া দিয়ে শেষ পর্যন্ত ৫ উইকেটে হার মানে তারা। তাতে আফসোস থাকলেও লুইস জানালেন, সঠিক পথে হাঁটতে শুরু করেছেন ব্যাটসম্যানরা, ‘ক্রাইস্টচার্চে ব্যাটিংয়ে (ভালো কিছুর) প্রচেষ্টায় উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। যদিও ডানেডিনে ভালো যায়নি। আর সেখানে আমরা টস হেরে গিয়েছিলাম এবং শুরুর সময়টা বোলিংয়ের জন্য ভালো ছিল। তবে ক্রাইস্টচার্চের উইকেটটি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আগের চেয়ে ভালো ছিল।’

‘প্রস্তুতির সময়ে ছেলেরা যা যা করেছিল, তারা (মাঠে) সেসবের প্রতিফলন রেখেছিল। তারপরও এটা পর্যাপ্ত হয়নি। কারণ, আমরা যে ফলটি চেয়েছি, তা আমরা পাইনি। তবে অন্তত সঠিক দিকে একটি পদক্ষেপ ছিল এটা।’

উল্লেখ্য, সাবেক ইংলিশ ব্যাটসম্যান লুইসকে সাময়িক ভিত্তিতে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দায়িত্ব পান তিনি। নিউজিল্যান্ড সফরেও থাকছেন লুইস। আপাতত এই দুই সিরিজের জন্যই তাকে নেওয়ার কথা জানিয়েছে বিসিবি।

Comments

The Daily Star  | English

Bribe taken at minister’s house now in DB custody

A representative of Zakir Hossain, state minister for primary education, has returned Tk 9.5 lakh allegedly taken in bribes from a man seeking to be a primary school teacher.

2h ago