নাজমুল অপুর ঘূর্ণিতে জিতল ঢাকা

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় লক্ষ্যটা খুব বড় দিতে পারেনি ঢাকা বিভাগ। অবশ্য চতুর্থ দিনে কাজটা সহজও ছিল না রংপুর বিভাগের জন্য। সে কাজটা আরও কঠিন করে দেন বাঁ হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। তার ঘূর্ণিজালে পড়েই হার মানতে হয় রংপুরকে। সহজ জয় পায় ঢাকা।
বৃহস্পতিবার সাভারের বিকেএসপিতে রংপুরকে ৮০ রান হারিয়েছে স্বাগতিকরা। ঢাকার ছুঁড়ে দেওয়া ২৬৪ রানের লক্ষ্য তাড়ায় ১৮৩ রানে অলআউট হয়ে যায় রংপুর। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৩০ রান তুলেহিল দলটি। আর নিজেদের দুই ইনিংসে যথাক্রমে ৩৬৫ ও ১২৮ রান করে ঢাকা।
প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরি তুলে নিলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন নাসির। মাত্র ১৬ রান আসে তার ব্যাট থেকে।
লক্ষ্য তড়ায় আগের দিনই ৩৫ রান তুলতে দুই ওপেনারকে হারিয়েছিল রংপুর। এদিনও একই পথে হাঁটে দলটি। নাজমুল অপুর ঘূর্ণিতে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে তারা। ফলে গড়ে ওঠেনি বলার মতো কোনো জুটি। সপ্তম উইকেটে নাঈম ইসলামের সঙ্গে আকবর আলীর ৪৬ রানের জুটিই সর্বোচ্চ।
তবে এক প্রান্ত ধরে রেখে কিছুটা চেষ্টা করেছিলেন অধিনায়ক নাঈম। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন তিনি। সবচেয়ে বড় কথা ১৯৪টি বল মোকাবেলা করেন তিনি। এছাড়া আকবরের ব্যাট থেকে আসে ২৮ রান।
ঢাকার পক্ষে ৬৪ রানের খরচায় একাই ৬টি উইকেট তুলে নেন নাজমুল অপু। প্রথম ইনিংসেও ৪টি উইকেট পেয়েছিলেন তিনি। দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা এ স্পিনারই। এছাড়া তাইবুর রহমান পান ২টি উইকেট।
Comments