কবিরহাটে মেয়র, ২ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান মেয়র জহিরুল হকসহ দুই কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
তারা হচ্ছেন ৩নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. সেলিম ও সংরক্ষিত নারী আসন ২নং ওয়ার্ডের সালমা সুলতানা বিথী। নোয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাজিয়া পারভিন দ্য ডেইলি স্টারকে বলেন, কবিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে একজন হলেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র জহিরুল হক রায়হান অপর জন হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আলা উদ্দিন। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় মো. আলা উদ্দিনের আয়কর রিটার্নের কাগজপত্র না থাকায় তার মনোনয়পত্র বাতিল হয়ে যায়। নিয়ম অনুযায়ী বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩ দিনের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরাবর আপিল করার বিধান থাকলেও তিনি আপিল না করায় জহিরুল হক রায়হান বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।
সাজিয়া পারভিন বলেন, আগামী ১১ এপ্রিল সাধারণ কাউন্সিলর পদে ৮টি ওয়ার্ডে এবং ২টি সংরক্ষিত নারী ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে প্রশাসন কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতি ছাড় দেওয়া হবে না।
Comments