ভুটানে ফিরে ২১ দিনের কোয়ারেন্টিনে লোটে শেরিং

লোটে শেরিং

ঢাকা থেকে ভুটানে ফিরে ২১ দিনের কোয়ারেন্টিন শুরু করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং ও তার সফরসঙ্গীরা।

ভুটানের প্রধানমন্ত্রীর অফিস জানায়, বিমানবন্দরে পার্কিং করা গাড়িতে চড়ে লোটে শেরিং কোয়ারেন্টিন অবস্থায় তার গন্তব্যে পৌঁছান। একই কায়দায় তার সফরসঙ্গীদেরও কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়।

আগামী ২১ দিন ভুটানের প্রধানমন্ত্রীর সব সরকারি কাজ ও অনুষ্ঠান ভার্চুয়ালি পরিচালিত হবে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে লোটে শেরিং ভুটানের রাজার প্রতিনিধি হিসেবে ঢাকা সফর করেছেন।

আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

Comments

The Daily Star  | English

Committee of 3 advisers formed to probe Abdul Hamid's departure

Led by CR Abrar, Syeda Rizwana Hasan, and Brig Gen (retd) M Sakhawat Hossain are part of the committee

48m ago