মুক্তি পেল ‘জয় হোক’

‘জয় হোক’ মিউজিক্যাল ফিল্মের একটি দৃশ্যে অভিনেত্রী বাঁধন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার আগ মুহূর্তে গতকাল ২৪ মার্চ মুক্তি পেয়েছে ‘জয় হোক’ গানের মিউজিক্যাল ফিল্ম। এতে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এখানে তিনি নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন।

বাঁধন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কাজী নজরুল ইসলাম অনেক আগেই গানটি লিখেছেন। কিন্তু, মনে হয় এখনকারই কথা। এটা যেন আমারই মনের ভেতরের উচ্চারণ। আমার মুক্তির কথা গানের প্রতিটি শব্দে ছড়িয়ে আছে। এটা আসলে মুক্তির গান, সাম্যের গান, এটা সার্বজনীন এবং সব অসঙ্গতির বিরুদ্ধে শান্তি চাওয়ার গান। অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটি উদ্যোগ। আমার কাজটির মাধ্যমে মানুষের মধ্যে নতুন উপলব্ধির জন্ম হবে বলে আমি মনে করি।’

তিনি আরও বলেন, ‘গানটিতে কাজ করতে গিয়ে নতুন করে কাজী নজরুল ইসলামের সঙ্গে পরিচিত হয়েছি। তার গান, কবিতা যুগে যুগে বাঙালির জীবন সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামে প্রেরণার উৎস, শোষণ ও উৎপীড়ন থেকে  মানুষকে মুক্তি এনে দেবে। তাই এমন একটি কাজের সঙ্গে যুক্ত করার জন্য সবার কাছে কৃতজ্ঞ।’

মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন পিপলু আর খান। এতে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা আনিস এবং সংগীতায়োজন করেছেন কণ্ঠশিল্পী অর্ণব। এর কস্টিউম ডিজাইন করেছেন মহসিনা আক্তার।

‘জয় হোক’ গানটি শিল্পী সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেয়েছে।

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English
Fuel prices cut

Fuel prices cut by Tk 1 per litre

Tk 104 for diesel and kerosene, Tk 121 for petrol, and Tk 125 for octane

26m ago