ঠাকুরগাঁও

গৃহবধূকে চাপা দিয়ে পালাতে গিয়ে অটোরিকশাকে ধাক্কা দিল ঘাতক ট্রাক

বিকেল তিনটার দিকে পঞ্চগড় শহরের উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: কামরুল ইসলাম রুবাইয়াত

পঞ্চগড়ে ট্রাক চাপায় করিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তাকে চাপা দিয়ে দ্রুত পালাতে গিয়ে ট্রাকটি একটি অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে প্রায় পঞ্চাশ গজ টেনে নিয়ে যায়। এতে অটোরিকশা চালকসহ আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে পঞ্চগড় শহরের উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাস আহমদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত করিমা খাতুন পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের শিংপাড়া এলাকার রমজান আলীর স্ত্রী।  

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে ওসি জানান, বিকেলে করিমা খাতুন তার গৃহপালিত একটি ছাগলের চিকিৎসা নেওয়ার পর উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল থেকে বের হয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী একটি পাথর বোঝাই ট্রাক ছাগলসহ ওই গৃহবধূকে চাপা দিলে ঘটনাস্থলেই ছাগলটিসহ ওই গৃহবধূ মারা যান।

ঘটনাস্থল থেকে দ্রুত পালাতে গিয়ে ট্রাকটি বিপরীত দিকে থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ওই অটোরিকশা চালক ময়নুল ইসলাম (৩০), অটোরিকশার যাত্রী ফাহিমা বেগম (৩৫), ও শাহানা বেগম (৩২) গুরুতর আহত হন। ঘটনার সময় শাহানা বেগমের ডান হাতের কুনই পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক গুরুতর আহত ফাহিমা বেগম ও শাহানা বেগমকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসাপাতলে স্থানান্তর করেন। চালক ময়নুল ইসলাম পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও স্থানীয়রা চালকের সহকারী আনোয়ার হোসেনকে (৩০) আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইজিবাইক চালক ফরহাদ হোসেন বলেন, ‘ট্রাকটি বেপরোয়া গতিতে আসছিল। আমাদের সামনেই ওই নারীকে চাপা দিয়ে সামনের আর একটি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় আমরা ট্রাকটিকে থামানোর জন্য চিৎকার করলেও ট্রাকটি না থামিয়ে প্রায় ৫০ গজেরও বেশি অটোরিকশাটিকে ছেঁচড়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকটি থামাতে সক্ষম হয়।’

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

1h ago