এবার টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ঢুকলেন রুবেল
টানা তৃতীয় ম্যাচে টস হারলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আগের দুটিতে ভাগ্য পরীক্ষায় জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন নিউজিল্যান্ডের দলনেতা টম ল্যাথাম। এবার ঘটল ব্যতিক্রম। ল্যাথাম ব্যাটিং বেছে নিয়ে বাংলাদেশকে পাঠালেন ফিল্ডিংয়ে।
শুক্রবার বাংলাদেশ সময় ভোরে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুদল। ইতোমধ্যে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ডানেডিনে প্রথম ওয়ানডেতে ৮ ও ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে জেতে স্বাগতিকরা।
বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে একটি। পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায় নেওয়া হয়েছে অভিজ্ঞ পেসার রুবেল হোসেনকে। তরুণ পেসার হাসান মাহমুদ চোটে পড়ায় আগের ম্যাচে একাদশে ঢোকানো হয়েছিল সাইফুদ্দিনকে। কিন্তু এক ম্যাচ খেলেই বাদ পড়েছেন তিনি।
প্রথম দুই ম্যাচে যে একাদশ খেলিয়েছিল কিউইরা, তাতে এসেছে বদল। উইনিং কম্বিনেশন ভেঙে উইল ইয়ংকে একাদশে রাখেনি নিউজিল্যান্ড। তার পরিবর্তে চোট কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। তবে তারকা পেসার টিম সাউদিকে এদিনও রাখা হয়েছে বেঞ্চে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, রস টেইলর, টম ল্যাথাম (অধিনায়ক), জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি।
Comments