বনারের দারুণ সেঞ্চুরিতে ম্যাচ বাঁচালো ওয়েস্ট ইন্ডিজ

Nkrumah Bonner

বাংলাদেশের বিপক্ষে নিজের প্রথম সিরিজে দুবার গিয়েছিলেন সেঞ্চুরিরের দ্বারপ্রান্তে। সিরিজ জেতায় বড় অবদান রাখলেও সেঞ্চুরির আক্ষেপ থেকে গিয়েছিল এনক্রুম বনারের। এবার সেই আক্ষেপ মিটে গেল। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে কঠিন পরিস্থিতি করলেন অপরাজিত সেঞ্চুরি। তার নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজ বাঁচিয়ে ফেলল ম্যাচ।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামকে আজীবন মনে রাখার করে রাখলেন বনার। এই মাঠেই যে পেলেন প্রথম টেস্ট সেঞ্চুরি। ২৭৪ বলে করলেন ১১৩ রান। ৩৭৫ রান তাড়ায় ক্যারিবিয়ানরা ৪ উইকেটে করল ২৩৬। এরপর ড্র মেনে নেয় দুদল।

বিশাল লক্ষ্য নেমে আগের দিনই ১ উইকেট পড়ে গিয়েছিল। শেষ দিনে টিকে থাকা ছিল কঠিন চ্যালেঞ্জের। সেই পথে কাজটা সহজ করে দেন বনার। তার সঙ্গে অবদান রাখেন বাংলাদেশ সফরের আরেক নায়ক কাইল মেয়ার্স। তিনি করেছন ফিফটি।

তৃতীয় উইকেটে বনার-মেয়ার্স মিলে গড়েন ম্যাচ বাঁচানো ১০৫ রানের জুটি। এর আগে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের সঙ্গে ২০২ বলে ৬৬ রানের আরেক জুটি পান বনার।

১২৪ বলে ২৩ করার পর হঠাৎ ধৈর্য হারিয়ে লাসিথ এম্বুলদেনিয়াকে মারতে গিয়ে কাবু হন ব্র্যাথওয়েট। স্টাম্পিং হয়ে ফেরেন তিনি। এরপরের ৩৬ ওভারে কোন উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। নির্বিঘ্নে কাটিয়ে দেন বনার-মেয়ার্স। তাতেই নিশ্চিত হয়ে যায় ম্যাচের ফল। ১১৩ বলে ৫২ করে এম্বুলদেনির শিকার হন মেয়ার্সও। তবে ততক্ষণে নেই আর শঙ্কা। জার্মেইন ব্ল্যাকউড দ্রুত ফিরে গেলেও জেসন হোল্ডারকে নিয়ে বাকিটা সময় পার করেন বনার।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ১৬৯

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ২৭১

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস : ৪৭৬

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস : (লক্ষ্য ৩৭৫, আগের দিন ৩৪/১) ১০০ ওভারে ২৩৬/৪ (ব্র্যাথওয়েট ২৩, ক্যাম্পবেল ১১, বনার ১১৩*, মেয়ার্স ৫২, ব্ল্যাকউড ৪, হোল্ডার ১৮*; লাকমল ০/৩৩, বিশ্ব ২/৭৩, এম্বুলদেনিয়া ২/৬২, চামিরা ০/৪৪, ধনাঞ্জয়া ০/১২)।

 

 

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago