ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা-কর্মীদের শাস্তি দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দায়িত্ব পালনকালে গতকাল দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে বিচার দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।
DUJA.jpg
ছাত্রলীগের হামলায় আহত প্রথম আলোর ঢাবি প্রতিবেদক আসিফ হাওলাদার ও বাংলা ট্রিবিউনের ঢাবি প্রতিনিধি আবিদ হাসান রাসেল। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দায়িত্ব পালনকালে গতকাল দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে বিচার দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। 

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো সমিতির দপ্তর সম্পাদক ইসমাঈল সোহেলের সই করা বিবৃতিতে এ দাবি জানানো হয়। 

বৃহস্পতিবার ঢাবির দক্ষিণ ফুলার রোড আবাসিক এলাকায় প্রথম আলোর ঢাবি প্রতিবেদক আসিফ হাওলাদার ও টিএসসি এলাকায় বাংলা ট্রিবিউনের ঢাবি প্রতিনিধি আবিদ হাসান রাসেলের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেয় ডুজা।

এতে বলা হয়, হামলায় সরকার দলীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেয়। প্রাথমিকভাবে ভুক্তভোগী, বিভিন্ন তথ্যচিত্র ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী আবাসিক ভবনের ভেতর কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান পিকুল, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সহ-সভাপতি মিলন হোসেনসহ মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। একই দিন বিকালে টিএসসির মূল ফটকের সামনে সংবাদ সংগ্রহকালে বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবিদ হাসান রাসেলকে নির্মমভাবে পেটায় কেন্দ্রীয় ও ঢাবি ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বিবৃতিতে আরও বলা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে দক্ষিণ ফুলার রোডের শিক্ষক কোয়ার্টারে পাকিস্তানি বাহিনী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর নৃশংসভাবে নির্যাতন চালায়। একইভাবে ওই কালো অধ্যায়ের ঠিক পঞ্চাশ বছর পর এসে ২০২১ সালের ২৫ মার্চ রাতে সেই শিক্ষক কোয়ার্টারের ভেতরেই সাংবাদিকদেরকে বর্বরোচিতভাবে মারধর করা হয়েছে।

এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত হামলা স্বাধীন সাংবাদিকতায় চরম কুঠারাঘাতের সামিল উল্লেখ করে অবিলম্বে এ হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতা-কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো বিবৃতিতে।

অন্যথায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দেশের সব বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনকে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে বিবৃতিতে জানানো হয়।

আরও পড়ুন:

ঢাবিতে দফায় দফায় ছাত্রলীগের হামলা, সাংবাদিকসহ আহত ১৬

Comments

The Daily Star  | English

Army given magistracy power

The government last night gave magistracy power to commissioned army officers with immediate effect for 60 days in order to improve law and order.

7h ago