যশোরেশ্বরী কালীমন্দিরে কমিউনিটি সেন্টার নির্মাণ করে দেবে ভারত: মোদি
সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে পরিদর্শনে গিয়ে সেখানে একটি কমিউনিটি সেন্টার নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ শনিবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে পৌঁছান নরেন্দ্র মোদি। তাকে স্বাগত জানান মন্দিরের সেবায়েত পরিবারের সদস্য জয়ন্ত চট্টোপাধ্যায় এবং কৃষ্ণা চট্টোপাধ্যায় (জয়তি চট্টোপাধ্যায়ের স্ত্রী)। এসময় তাকে ঐতিহ্যবাহী ঢাক-ঢোল এবং শঙ্খধ্বনি বাজিয়ে বরণ করে নেওয়া হয়।
মোদি বলেন, ‘যশোরেশ্বরী কালীমন্দিরে এসে মা কালীর আশির্বাদ নিতে পারার সুযোগ পেয়ে আমি খুশি।’
যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন নরেন্দ্র মোদি।
আরও পড়ুন:
Comments