হাটহাজারীতে সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের কর্মীদের সংঘর্ষে চার জন নিহতের ঘটনায় আজ শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রাশিদুল হক।
তিনি বলেন, ‘আমরা একটি বৈঠকে আছি। শুক্রবার দুপুর থেকে আমিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত। আমরা গতকালের সংঘর্ষের ঘটনা নিয়ে কাজ করছি। সেসময় আমাদের দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং তারা একটি হাসপাতালে চিকিৎসাধীন।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষ চলাকালে হেফাজতের কর্মীরা হাটহাজারী থানা থেকে পুলিশের এক সদস্যকে তুলে নিয়ে গিয়েছিলেন।
এ বিষয়ে এসপি বলেন, ‘ওই পুলিশ সদস্য শারীরিকভাবে সুস্থ আছেন।’
তবে ওই পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে কি না, সে ব্যাপারে তিনি পরিষ্কার করে কিছু জানাননি।
রাশিদুল হক বলেন, ‘পরবর্তীতে আমরা ব্রিফ করে বিষয়টি আপনাদের জানাব।’
আরও পড়ুন:
Comments