ইট-সিমেন্টের দেয়াল তুলে মাদ্রাসাছাত্রদের চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

Hathajari.jpg
হাটহাজারী মাদ্রাসাছাত্ররা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ইট-সিমেন্টের দেয়াল তুলে ব্যারিকেড দিয়েছেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের কর্মীদের সংঘর্ষে চার জন নিহতের পর থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেছেন মাদ্রাসাছাত্ররা।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, হাটহাজারী মাদ্রাসাছাত্ররা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ইট-সিমেন্টের দেয়াল তুলে ব্যারিকেড দিয়েছেন। গতকাল রাত থেকেই এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। গোটা এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

তিনি আরও জানান, হাটহাজারী মাদ্রাসা থেকে প্রায় ৫০০ মিটার দূরে হাটহাজারী থানার সামনে অবস্থান নিয়েছে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের সঙ্গে র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। তিন জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রায় চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব নাসিরউদ্দিন মুনীর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন এবং জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমরা দফায় দফায় আলোচনা করেছি। কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সমাধানে পৌঁছাতে পারিনি।’

আরও পড়ুন:

হাটহাজারীতে সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি

হাটহাজারীতে পুলিশ-হেফাজত সংঘর্ষ, নিহত ৪

Comments

The Daily Star  | English

Ishraque alleges political obstruction in DSCC mayoral appointment

Announces establishment of 'Mayor's Cell' to monitor service delivery in the city

50m ago