করোনাভাইরাস

ভারতে ২৪ ঘণ্টায় ৫ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত ৬২২৫৮

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬২ হাজার ২৫৮ জনকে শনাক্ত করা হয়েছে। গত পাঁচ মাসের মধ্যে এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ১৯ লাখ আট হাজার ৯১০ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে তৃতীয়তে।
ভারতের আহমেদাবাদে করোনার পরীক্ষার নমুনা নিচ্ছেন এক স্বাস্থ্যকর্মী। ছবি: রয়টার্স

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬২ হাজার ২৫৮ জনকে শনাক্ত করা হয়েছে। গত পাঁচ মাসের মধ্যে এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ১৯ লাখ আট হাজার ৯১০ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে তৃতীয়তে।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯১ জন। এ পর্যন্ত মারা গেছেন এক লাখ ৬১ হাজার ২৪০ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩০ হাজার ৩৮৬ জন। মোট সুস্থ হয়েছেন এক কোটি ১২ লাখ ৯৫ হাজার ২৩ জন।

আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহত্তর চেন্নাই করপোরেশানের দেওয়া তথ্যের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত এক সপ্তাহে চেন্নাইতে কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় ৭০ শতাংশ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। উদ্বেগজনক হারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় রোববার থেকে সেখানে রাত্রিকালীন কারফিউ জারি থাকবে। অর্থাৎ রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত দোকানপাট সব বন্ধ থাকবে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১১ লাখ ৬৪ হাজার ৯১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ২৩ কোটি ৯৭ লাখ ৬৯ হাজার ৫৫৩টি নমুনা।

উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান তিন নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৬১ লাখ ৫৩ হাজার ২৫০ জন এবং মারা গেছেন ২৭ লাখ ৬৭ হাজার ৮৬২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত কোটি ১৪ লাখ ৭১ হাজার ২৬৪ জন।

Comments

The Daily Star  | English

Quake triggers panic, no damage reported

The magnitude 5.6 quake that struck the country in the morning triggered widespread panic, but there was no report of major casualties or damages

2h ago