পূর্নাঙ্গ সিরিজ খেলতে আসছে পাকিস্তান যুব দল

BCB-PCB

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। প্রায় মাসখানেকের সফরে তারা একটি যুব টেস্ট ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে। 

বাংলাদেশ সফর উপলক্ষে লাহোরে ২ এপ্রিল থেকে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে পাকিস্তানের তরুণ ক্রিকেটাররা। বাংলাদেশের ফ্লাইট ধরার চারদিন আগে সবার কোভিড-১৯ পরীক্ষা করা হবে। ১২ এপ্রিল বাংলাদেশে আসবে তারা। 

ঢাকায় নেমেও কোভিড-১৯ পরীক্ষার মধ্যে দুয়ে যেতে হবে পাকিস্তানের ক্রিকেটারদের। 

সিরিজের একমাত্র যুব টেস্ট ও প্রথম তিনটি একদিনের ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শেষ দুই ওয়ানডে হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। 

পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ইজাজ আহমেদ আছেন প্রধান কোচের ভূমিকায়। পাকিস্তানের হয়ে বিশ্বকাপ খেলা এই ব্যাটসম্যান মনে করেন বাংলাদেশে সফরটা তাদের তরুণদের জন্য বিশেষ কিছু, ‘এই সফরে আমাদের জন্য হবে অনেক শিক্ষণীয়। বিশেষ করে সর্বশেষ যুব বিশ্বকাপ জেতা দলটির সঙ্গে আমরা খেলব। আমাদের দলে বেশ কিছু তরুণ প্রতিভা আছে। যারা সামর্থ্যের ছাপ রাখতে পারবে। ’  

গত বছর দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপ জেতা বাংলাদেশ দলের মাত্র একজন (প্রান্তিক নওরোজ) আছেন বর্তমান যুব দলে। কিন্তু পাকিস্তান দলে দেখা যাবে গত যুব দলে খেলা ছয় ক্রিকেটারকে। 

 

সফরসূচি

তারিখ

ম্যাচ

ভেন্যু

১৯-২২ এপ্রিল

চার দিনের ম্যাচ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

২৬ এপ্রিল

১ম ওয়ানডে

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

২৮ এপ্রিল

২য় ওয়ানডে

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

৩০ এপ্রিল

৩য় ওয়ানডে

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

০৩ মে

৪র্থ ওয়ানডে

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

০৫ মে

৫ম ওয়ানডে

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

 

Comments

The Daily Star  | English

UK govt unveils 'tighter' immigration plans

People will have to live in the UK for 10 years before qualifying for settlement and citizenship

1h ago