হেফাজতকে হরতাল প্রত্যাহারের আহ্বান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

রোববার হেফাজতে ইসলামের ডাকা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সেদিন হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা থাকায় হেফাজত নেতাদের প্রতি এই আহ্বান জানানো হয়েছে।

রোববার হেফাজতে ইসলামের ডাকা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সেদিন হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা থাকায় হেফাজত নেতাদের প্রতি এই আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আজ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, দোল পূর্ণিমা বাঙালি হিন্দুদের এক বড় উৎসব। সাম্প্রতিক দুঃখজনক ঘটনাবলীর প্রেক্ষিতে আগামীকাল ২৮ মার্চ রোববার আহুত হরতাল প্রত্যাহারের জন্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের কাছে আবেদন জানিয়েছে।

বিবৃতিতে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত বরাতে বলা হয়, জনগণের বিশাল একাংশের ধর্মীয় অনুভূতিকে বিবেচনায় নিয়ে হরতাল প্রত্যাহার করা হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

উল্লেখ্য, গতকাল চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫ জন নিহত হওয়ার প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ এবং রোববার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।

Comments