সিলেটে শিবিরের বিক্ষোভ থেকে আটক ১৪

স্টার ডিজিটাল গ্রাফিক্স

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে সিলেট শহরে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ।

ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনার প্রতিবাদে আজ শনিবার দুপুরে নগরীর নয়াসড়কে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির।

মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে সংগঠনটির ১৪ জন কর্মীকে আটক করেছে বলে জানান সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

আটককৃতরা হলেন, মো. মুজাহিদুল ইসলাম, মো. সাইদুর ইসলাম, মো. নাজিম আহমদ রেজা, মো. মাহবুবুর রহমান, মো. জাহিদুল ইসলাম, মো. তাহের আহমদ, মো. হাফিজুর রহমান, মোহাম্মদ আলী মর্তুজা, মো. মাজহারুল ইসলাম, মো. তোফায়েল আহমদ, মিজানুর রহমান মুন্না, মুহাম্মদ শায়রুল হাসান, মোহাম্মদ জুয়েল আহমেদ ও মো. জুনেদ হোসেন।

এ সময় ঘটনাস্থল থেকে ১৫টি মোটরসাইকেল ও নাশকতার উদ্দেশ্যে জমা করা বেশ কিছু জিনিসপত্রও জব্দ করা হয়।

Comments

The Daily Star  | English

South Africa win World Test Championship to end trophy drought

South Africa won the World Test Championship on Saturday, completing a remarkable turnaround to beat Australia by five wickets as they successfully chased down an imposing 282-run target.

3h ago