হাসিনা-মোদি বৈঠকে ৫ সমঝোতা স্মারক সই

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলের তোড়া দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার কার্যালয়ে স্বাগত জানান। ছবি: পিআইডি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে।

আজ শনিবার বিকেলে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা, সহনশীলতা ও প্রশমন, দুই দেশের জাতীয় ক্যাডেট কোর বিষয়ক, দুই দেশের মধ্যে বাণিজ্যিক প্রতিকারে সহযোগিতার ফ্রেমওয়ার্ক স্থাপন, বাংলাদেশ-ভারত ডিজিটাল পরিসেবা, কর্মসংস্থান ও প্রশিক্ষণ (বিডিএসইটি) কেন্দ্রের জন্য আইসিটি সরঞ্জাম সরবরাহ, কোর্সওয়্যার, রেফারেন্স বই ও প্রশিক্ষণ, রাজশাহী কলেজ মাঠ ও আশপাশের এলাকায় ক্রীড়া সুবিধা স্থাপনে সমঝোতা স্মারক সই হয়।

এছাড়া, বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ৫০ বছর উপলক্ষে দুই দেশের ডাক বিভাগের স্মারক স্ট্যাম্প উন্মোচন, ভারতের উপহার ১০৯টি অ্যাম্বুলেন্স ও ১২ লাখ ডোজ করোনা টিকা হস্তান্তর হয় এ অনুষ্ঠানে।

এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা-জলপাইগুড়ি রুটে মিতালি এক্সপ্রেস ট্রেন চলাচল, তিনটি সীমান্ত হাট, শিলাইদহের সংস্কার করা কুঠিবাড়ির বর্ধিত রবীন্দ্র ভবন, আশুগঞ্জে ভারতীয় মিত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মরণে স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়নের উদ্বোধন করেন।

মুজিবনগর থেকে নদীয়া হয়ে কলকাতা পর্যন্ত স্বাধীনতা সড়কের পরিকল্পনার ভিডিওচিত্র প্রদর্শন হয় এ বৈঠকে।\

আরও পড়ুন:

মহামারির পর প্রথম বিদেশ সফরকে ঘিরে টুইটে উচ্ছ্বাস মোদির

ঢাকায় নরেন্দ্র মোদি

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি নরেন্দ্র মোদির শ্রদ্ধা

মোদির সঙ্গে দেখা করে সম্মানিত বোধ করছেন সাকিব

বাংলাদেশের স্বাধীনতা সমর্থন করায় গ্রেপ্তার হয়েছিলাম, কারাগারেও গিয়েছিলাম: মোদি

যশোরেশ্বরী কালীমন্দিরে কমিউনিটি সেন্টার নির্মাণ করে দেবে ভারত: মোদি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

অধিকারের জন্যে বাংলাদেশের মানুষের সংগ্রামের চিত্রই বঙ্গবন্ধুর জীবনের প্রতিলিপি: মোদি

শ্যামনগরের ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দিরে মোদি এলেন, পূজা দিলেন, চলে গেলেন

ওড়াকান্দি থেকে ঢাকায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি

মোদি কবে গ্রেপ্তার হয়ে কোন কারাগারে ছিলেন, আরটিআইর মাধ্যমে জানতে চেয়েছে কংগ্রেস

হাসিনা-মোদি বৈঠক শুরু

Comments

The Daily Star  | English

Food inflation above 10% for half a year, why?

Experts say raising policy rate would have little impact on lowering food prices

2h ago