নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র জামালদের
নেপালে তিনজাতি আসরের ফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। ফাইনালের আগে স্বাগতিকদের বিপক্ষে বেঞ্চে ঝালাইয়ের সুযোগ ছিল বাংলাদেশের, সেটা করেছেনও কোচ জেমি ডে। তবে আসেনি কোন গোল।
শনিবার নেপালের দশরত স্টেডিয়ামে বাংলাদেশ নেপাল ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রতে। নেপালের বিপক্ষে ঘরের মাঠে সব শেষ দেখাতেও ড্র করেছিল বাংলাদেশ। এই ড্রয়ের পর এক জয় আর এক ড্র করে ৪ পয়েন্ট পেল জেমি ডের শিষ্যরা। দুটি ম্যাচই ড্র করা ২ পয়েন্ট নিয়ে ফাইনালে এলো নেপাল।
প্রথম ম্যাচে কিরগিজিস্তানের বিপক্ষে জিতলেও বাংলাদেশের কোন খেলোয়াড় গোল পাননি। একমাত্র গোল ছিল আত্মঘাতি থেকে পাওয়া। দ্বিতীয় ম্যাচেও তাই কার্যত গোলবিহীন থাকল বাংলাদেশ।
এদিন নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকোর বদলে নামানো হয় শহিদুল আলম সোহেলকে। বিশ্বনাথ ঘোষের চোটে অভিষেক হয় ডিফেন্ডার মোহাম্মদ ইমন আর মেহেদী হসানের।
অনেক বদলের ম্যাচে আক্রমণভাগে খেলেন মেহেদী হাসান রয়েল, মতিন মিয়া আর সাদ উদ্দিন। মিডফিল্ডে ছিলেন সুমন রেজা, আব্দুল্লাহ আর মাহবুবুর রহমান সুফিল। অধিনায়ক জামাল ভূঁইয়া ছিলেন শুরু থেকেই।
কিন্তু পুরো ম্যাচ হয়েছে বেশ ম্যাড়ম্যাড়ে। খুব একটা আক্রমণ সাজাতে পারেনি বাংলাদেশ। ৩৬ মিনিটে জামালের ফ্রি কিক থেকে মানিক মোল্লার হেড লক্ষ্য পায়নি। খানিক পর জামালের আরেক ফ্রি কিক উড়ে যায় বারের উপর দিয়ে।
বিরতির পর মাঠ ছাড়েন জামাল। ৭৭ ও ৮১ মিনিটেও দুটি সুযোগ এসেছিল। কিন্তু রয়েল আর আব্দুল্লাহ প্রয়োগের ঘাটতিতে হয়েছেন বিফল।
Comments