বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে গাইলেন এ আর রহমান
অস্কার বিজয়ী সুরকার এ আর রহমান বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলা ও হিন্দি ভাষায় দুটি গানের সুর ও সংগীত করেছেন। গানের ভিডিও জাতীয় প্যারেড স্কয়ারে ১০ দিনের মুজিব চিরন্তন উদযাপনের শেষ দিনে আজ শনিবার প্রদর্শিত হয়।
বাংলাদেশের খ্যাতিমান গীতিকার ও সাংবাদিক জুলফিকার রাসেল বাংলা ও হিন্দি ভাষায় এ গানের কথা লিখেছেন। এর আগে তিনি হরিহরণ ও বেনি দয়ালের মতো শিল্পীদের জন্য হিন্দিতে গান লিখেছিলেন।
জুলফিকার রাসেল বলেন, 'এ আর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা অত্যন্ত সম্মানের। তিনি বিশ্বমানের মিউজক কম্পোজার হয়েও খুবই বিনয়ী একজন মানুষ।'
বাংলা গানটির শিরোনাম 'আজও শুনি বজ্রধ্বনি', আর হিন্দি গানটি হচ্ছে 'জয় বঙ্গবন্ধু'।
Comments