মোদির বাংলাদেশ সফর নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন: মমতা

পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মমতা ব্যানার্জি। ফাইল ছবি

পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

হিন্দুস্তান টাইমস জানায়, নির্বাচনের সময় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে ভারতীয় নির্বাচন কমিশনের 'আচরণবিধি লঙ্ঘন' বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। 

শনিবার খড়গপুরে মমতা ব্যার্নাজি বলেন, 'এখানে নির্বাচন চলছে আর তিনি (প্রধানমন্ত্রী) বাংলাদেশে গিয়ে বাংলায় বক্তৃতা দিচ্ছেন। এটি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন।'

বাংলাদেশি অভিনেতা গাজী আবদুল নূরের কথা উল্লেখ করে তিনি বলেন, '২০১৯ সালের লোকসভা নির্বাচনে যখন একজন বাংলাদেশি অভিনেতা আমাদের সমাবেশে যোগ দিয়েছিলেন, তখন বিজেপি বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলেছিল এবং তার ভিসা বাতিল করে দিয়েছিল। এখানে ভোটগ্রহণ চলাকালীন আপনি [প্রধানমন্ত্রী] জনগণের একাংশের কাছে ভোট চাইতে বাংলাদেশে যান, কেন আপনার ভিসা বাতিল করা উচিত নয়? আমরা ইসির কাছে অভিযোগ করব।'

ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশে 'ভোট মার্কেটিং' করছে বলে অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, 'কখনও তারা বলে যে মমতা বাংলাদেশ থেকে মানুষ এনেছে এবং অনুপ্রবেশে সহায়তা করেছে। কিন্তু তিনি (প্রধানমন্ত্রী) নিজেই ভোট মার্কেটিংয়ের জন্য বাংলাদেশে যান।' 

আজ শনিবার ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোট গ্রহণ হয়। এ বছর করোনা মহামারির কারণে আট দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ প্রথম দফায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার ৩০টি আসনে ভোটগ্রহণ চলে। 

এদিকে, বাংলাদেশে দুদিনের সফরে এসে শনিবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ি মন্দিরে পূজা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরেও পূজা দেন তিনি। পূজা শেষে মতুয়া সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মমতার অভিযোগ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেখায়নি বিজেপি।

Comments

The Daily Star  | English

NBR seeks bank details of Aziz, Taposh for tax scrutiny

The National Board of Revenue (NBR) has asked for bank details of five individuals, including former Army Chief Aziz Ahmed and former South City Corporation Mayor Sheikh Fazle Noor Taposh, to scrutinise their tax compliance.

2h ago