কতজন আলাদাভাবে ফিল্ডিং অনুশীলন করে, প্রশ্ন সুজনের
নিউজিল্যান্ডের বিপক্ষে পুরো ওয়ানডে সিরিজেই ফিল্ডিংয়ে বিবর্ণ দশা দেখা গেছে বাংলাদেশের। হাত ফসকে বেরিয়েছে সহজ ক্যাচ, যথেষ্ট ক্ষিপ্রতার অভাবে রান আউটের সুযোগ হাতছাড়া করতে দেখা গেছে। গ্রাউন্ড ফিল্ডিংয়ের অবস্থাও ছিল বেহাল। বিসিবির গেম ডেভোলাপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন মনে করেন, এর জন্য কোচ নয় দায়ী ক্রিকেটাররাই। ক্রিকেটারদের ফিল্ডিংয়ে একাগ্রতার প্রশ্ন তুলেছেন তিনি।
নিউজিল্যান্ডে দ্বিতীয় ওয়ানডেতে ২৭১ রান করে জেতার মতো অবস্থা তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু বোলারদের তৈরি করা চাপ আলগা হয়েছে ফিল্ডারদের ব্যর্থতায়। মুশফিকুর রহিম গুরুত্বপূর্ণ মুহূর্তে ছেড়েছেন সহজ ক্যাচ। ক্যাচ ছেড়েছেন শেখ মেহেদী হাসান। মাহমুদউল্লাহ রিয়াদকে দেখে মনে হয়েছে ভুগছেন রিফ্লেক্সের অভাবে।
শেষ ওয়ানডেতে অবস্থা ছিল আরও বেহাল। মাহমুদউল্লাহ একাই ছেড়েছেন দুই ক্যাচ। ফের ক্যাচ ছাড়েন মুশফিকও। মোস্তাফিজুর রহমানকেও দেখা গেছে ক্যাচ ছাড়তে। এই ম্যাচেও রান আউটের একাধিক সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ফিল্ডারের হাতে বল রেখেই দুই রান নিতে দেখা গেছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের।
শনিবার গণমাধ্যমের সামনে নিজের পর্যালোচনা জানাতে গিয়ে এই জন্য ক্রিকেটারদের অনুশীলন ঘাটতিকে দায়ি করেছেন সুজন, ‘ক্রিকেটে কথাই আছে ক্যাচেস উইন ম্যাচেস। আপনি যদি ক্যাচটাই না ধরতে পারেন, যেখানে অন্যান্য দল অবিশ্বাস্য সব ক্যাচ ধরছে। সেখানে আপনি যদি প্রতিদিন রেগুলেশন ক্যাচ ছেড়ে দেন তাহলে জেতার আশা করতে পারেন না আসলে। ’
সম্প্রতি একটি সাক্ষাতকারে ফিল্ডিং কোচ রায়ান কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা। তবে এতে ভিন্নমত সুজনের, ‘এটা তো আর কোনো টেকনিক্যাল দিক না। আপনার একাগ্রতা, আপনার কষ্ট, আপনার ইচ্ছায় এটার উন্নতি হয়। আপনি যদি ফিল্ডিং কোচকে এখানে বলির পাঁঠা বানান সেটাও ঠিক হবে না। সে তো নিজের কাজ সবই করে। কিন্তু আপনার কতটা একাগ্রতা আছে, কতটুকু চেষ্টা আছে, আপনি আলাদা করে (ফিল্ডিং) প্র্যাকটিস করছেন কি না... আপনারা যদি দেখেন, ছেলেরা ব্যাটিং আলাদা অনুশীলন করে, বোলিং আলাদা অনুশীলন করে। আপনি কতজনকে ফিল্ডিং আলাদাভাবে (অনুশীলন) করতে দেখেন? ফিল্ডিং যে একটা দলকে হারাতে পারে সেটা তো আমরা নিউজিল্যান্ডে দেখলাম তিনটা ম্যাচে। সুতরাং এখানে ছেলেদেরই এগিয়ে আসতে হবে, আলাদা করে পরিশ্রম করতে হবে না হয় মাঠে আপনাকে জীর্ণ দেখাবে।’
Comments