ইরফান সেলিমের জামিন স্থগিত, মুক্তি পাচ্ছেন না

ইরফান সেলিম। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি এলাকায় গত বছরের অক্টোবরে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে হাইকোর্টের দেওয়া জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।

গত ১৮ মার্চ হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান আজ রোববার এই স্থগিতাদেশ দেন। চার সপ্তাহ পরে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আসবে।

ইরফান সেলিমের আইনজীবী সৈয়দ আহমেদ রেজা দ্য ডেইলি স্টারকে বলেন, সর্বোচ্চ আদালতের এই স্থগিতাদেশের পর ইরফান সেলিম কারাগার থেকে বের হতে পারবেন না।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

২০২০ সালের ২৫ অক্টোবর নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান তার ওপর হামলার অভিযোগ এনে ধানমন্ডি থানায় মামলা করেন। এতে অভিযুক্ত করা হয় ইরফান সেলিমসহ (৩৭) আরও তিন জনকে।

ওই দিনই রাজধানীর পুরান ঢাকায় ইরফান সেলিমের বাস ভবন থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল।

ইরফান সেলিমের আবেদনের প্রেক্ষিতে গত ১৮ মার্চ তার জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে গত ২৩ মার্চ আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

আরও পড়ুন: 

অস্ত্র মামলা থেকে ইরফান সেলিমকে অব্যাহতি

ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা

কাউন্সিলর পদ থেকে ইরফান সেলিমকে বরখাস্ত

সেলিমপুত্রের রং নম্বরে ডায়াল

ভ্রাম্যমাণ আদালতে ইরফান সেলিমের ১ বছরের কারাদণ্ড

ইরফান সেলিমের গাড়ি চালক ১ দিনের রিমান্ডে

হাজী সেলিমের ছেলে র‌্যাব হেফাজতে

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে হাজী সেলিমের ছেলের বিরুদ্ধে মামলা

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

2h ago