নাশকতার অভিযোগে বিএনপি নেতা নিপুন রায় আটক
রাজধানীতে বাসে আগুন লাগিয়ে নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য নিপুন রায় চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ রবিবার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ দ্য ডেইলি স্টারকে জানান, নিপুন রায়ের সহযোগী আরমানকে সকালে গ্রেপ্তার করা হয় কেরাণীগঞ্জ থেকে। বিকেলে তার দেওয়া তথ্য মতে রাজধানীর রায়েরবাজার থেকে নিপুন রায়কে আটক করা হয়।
তিনি বলেন, বাসে আগুন দিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
Comments