শেষের ভীতি সামলে জার্মানির টানা দ্বিতীয় জয়
ম্যাচের শুরুর দিকে এগিয়ে গেল জার্মানি। আধিপত্য বিস্তার করে আক্রমণের পসরা সাজিয়ে ম্যাচের লাগাম তারা রাখল মুঠোয়। শেষদিকে রোমানিয়া দারুণ কিছু সুযোগ পেলেও গোল শোধ করতে পারল না। ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিল ইওয়াখিম লুভের দল।
রবিবার রাতে বুখারেস্টে ‘জে’ গ্রুপের ম্যাচে স্বাগতিক রোমানিয়াকে ১-০ গোলে হারিয়েছে চারবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৭তম মিনিটে জালের ঠিকানা খুঁজে নেন সার্জ গ্যানাব্রি। জাতীয় দলের হয়ে বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ডের এটি ১৫তম গোল।
বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি প্রতিপক্ষের গোলমুখে ১৮টি শট নেয় জার্মানি। যার মধ্যে লক্ষ্যে ছিল নয়টি। অনেক সুযোগ নষ্টের ম্যাচে শেষ বাঁশি বাজার আগে জয় নিয়ে কিছুটা হলেও শঙ্কায় পড়তে হয়েছিল তাদের। কারণ, রোমানিয়া হাল ছেড়ে না দিয়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠেছিল।
ম্যাচে প্রথম বলার মতো সুযোগ পায় সফরকারীরা। পঞ্চম মিনিটে এমরে চানের দূরপাল্লার বাঁকানো শট গোলপোস্টের সামান্য উপর দিয়ে চলে যায়। ১৩তম মিনিটে উড়িয়ে মেরে সুযোগ হাতছাড়া করেন রোমানিয়ার ভ্যালেন্টিন মিহাইলা।
চার মিনিট পরই দ্বিগুণ হতে পারত ব্যবধান। জশুয়া কিমিচের শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লাগার পর বাধা পায় ক্রসবারে। ১৬তম মিনিটে লক্ষ্যভেদ করেন গ্যানাব্রি। কাই হাভার্টজের পাসে খুব কাছ থেকে গোলরক্ষক ফ্লোরিন নিটাকে পরাস্ত করেন তিনি। ৩৩তম মিনিটে লুকাস ক্লস্টারমানের কাট-ব্যাকে ঠিকমতো শট নিতে ব্যর্থ হন গ্যানাব্রি।
৫২তম মিনিটে রোমানিয়াকে বাঁচিয়ে দেন ম্যাচ জুড়ে দারুণ খেলা নিটা। লিয়ন গোরেটস্কার বুলেট গতির শট ফিরিয়ে দেন তিনি। ছয় মিনিট পর ফের হতাশ হতে হয় গ্যানাব্রিকে। অনেকটা দৌড়ে ডি-বক্সে ঢুকে তার নেওয়া শট পরাস্ত করতে পারেনি নিটাকে। ৬৩তম মিনিটে অবিশ্বাস্যভাবে গোল মিস করেন লেরয় সানে। ৮০তম মিনিটে বদলি টিমো ভার্নারকেও উল্লাস করতে দেননি নিটা।
৮৭তম মিনিটে জর্জ পুসকাস রোমানিয়াকে সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেন। ডি-বক্সের ভেতর থেকে জার্মান গোলরক্ষক মানুয়েল নয়্যার বরাবর শট মারেন তিনি। যোগ করা সময়ের প্রথম মিনিটে সানের দুর্বল ব্যাক-পাস নিয়ন্ত্রণে নেন নিকোলাই স্টানচিউ। কিন্তু পাঁচ গজ দূর থেকে তার নেওয়া শট লাগে বাইরের দিকে জালে। অবশ্য নয়্যারও ছিলেন সতর্ক।
ঘরের মাঠে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বাছাইপর্বে জার্মানদের যাত্রা শুরু হয়েছিল। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা আছে গ্রুপের শীর্ষে। সমান ম্যাচে আর্মেনিয়ার পয়েন্টও সমান। গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে রয়েছে তারা।
Comments