হেফাজতের হরতাল

হবিগঞ্জে পুলিশের ওপর হামলা: মামলার আসামি ৪ শতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে হেফাজতে ইসলামের হরতাল চলাকালীন পুলিশের ওপর হামলা, পুলিশের ভ্যান ভাঙচুর ও দুটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় চার শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত তালুকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে হেফাজতে ইসলামের হরতাল চলাকালীন পুলিশের ওপর হামলা, পুলিশের ভ্যান ভাঙচুর ও দুটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় চার শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত তালুকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল হরতাল চলাকালীন হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় ২৩-২৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করে মামলাটি করা হয়েছে। তবে, এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ ডেইলি স্টারকে বলেন, ‘আজমিরীগঞ্জ উপজেলায় গতকাল সকালে পুলিশ ও হেফাজতকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কের নোয়াগড় এলাকায় হেফাজত ইসলামের সমর্থকেরা রাস্তায় ব্যরিকেড দিয়ে রাখে। সেসময় পুলিশ তাদের বাধা দিলে হেফাজতের সমর্থকরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। এক পর্যায়ে তারা দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।’

‘সেসময় তারা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এক পর্যায়ে হেফাজত সমর্থরা মাইকে ঘোষণা দিয়ে আবারও পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এক পর্যায়ে হেফাজতকর্মীরা পিছু হটতে বধ্য হয়’, বলেন তিনি।

ওসি জানান, এ ঘটনায় পাঁচ পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Border killings: Bangladesh has made protest language stronger, says foreign adviser

The adviser reiterated Bangladesh’s firm call for an end to the killings, emphasising that such actions harm bilateral relations without benefiting either country.

22m ago