সাভারে অপহরণের পর শিশু হত্যা, গ্রেপ্তার ১
সাভারে আশুলিয়ায় অপহরণ হওয়া ৯ বছরের এক শিশুর মরদেহ তার বাড়ির চারতলার বারান্দা থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার কালাম মাদবরের বাড়ি থেকে রোববার রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন।
তিনি বলেন, নিহত শিশুটির নাম রাজা মিয়া। সে বাড়ির মালিক কালাম মাদবরের ছেলে। অপহরণ ও হত্যায় জড়িত সন্দেহে ওই বাড়ির চারতলার ফ্ল্যাটের ভাড়াটে আরিফুল ইসলামের স্ত্রী লিজা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আরিফুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শিশুটির পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যার পর থেকে রাজাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে তার বাবা কালামের মোবাইলে এক ব্যক্তি ফোন করে রাজাকে অপহরণ করা হয়েছে বলে উল্লেখ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দাবিকারী উত্তরার ৪ নম্বর সেক্টর থেকে ফোন করেছেন বলে উল্লেখ করেন। এর পরপরই কালাম আশুলিয়া থানায় অভিযোগ নিয়ে যান। তখন এলাকার লোকজন তাকে ফোন করে বলেন বাড়ির চারতলা থেকে বস্তাবন্দী অবস্থায় রাজার মরদেহ পাওয়া গেছে।
এলাকাবাসী জানান, রাজাকে সবশেষ বাড়ির সামনের একটি চায়ের দোকানে চতুর্থ তলার ভাড়াটিয়া আরিফুলের সঙ্গে দেখেছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার পরিদর্শক(তদন্ত) জিয়াউল ইসলাম জানান, মরদেহের হাত-পা বাঁধা ও মুখে কাপড় গোঁজা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর বস্তায় ভরে ফেলে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ঘটনার পর থেকে ভাড়াটিয়া আরিফুলকে পাওয়া যাচ্ছে না। তার স্ত্রী লিজাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।
Comments