পিনাকের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে চট্টগ্রাম

বয়স ভিত্তিক দলে দারুণ পারফরম্যান্স করতে পারলেও সিনিয়র দলে নিজেদের ছন্দ হারিয়ে ফেলেছিলেন পিনাক ঘোষ। অবশ্য ইনজুরিই ছিল তার মূল বাঁধা। তবে সে সব দিন পেরিয়ে নিজের জাত চেনাতে সক্ষম হয়েছেন এ ওপেনার। কক্সবাজারে এদিন দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তার সেঞ্চুরিতেই বড় সংগ্রহের পথে রয়েছে চট্টগ্রাম বিভাগ।
ছবি: বিসিবি

বয়স ভিত্তিক দলে দারুণ পারফরম্যান্স করতে পারলেও সিনিয়র দলে নিজেদের ছন্দ হারিয়ে ফেলেছিলেন পিনাক ঘোষ। অবশ্য ইনজুরিই ছিল তার মূল বাঁধা। তবে সে সব দিন পেরিয়ে নিজের জাত চেনাতে সক্ষম হয়েছেন এ ওপেনার। কক্সবাজারে এদিন দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তার সেঞ্চুরিতেই বড় সংগ্রহের পথে রয়েছে চট্টগ্রাম বিভাগ।

সোমবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে দ্বিতীয় টায়ারের ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৮১ রান তুলে দিন শেষ করেছে চট্টগ্রাম বিভাগ।

তবে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। দলীয় ২০ রানেই ফিরে যান ওপেনার সাদিকুর রহমান। তবে দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান জয়কে নিয়ে দলের হাল ধরেন পিনাক। গড়েন ৪৪ রানের জুটি। এরপর জয় আউট হলে অধিনায়ক মুমিনুল হকের সঙ্গেও ৪১ রানের জুটি গড়েন পিনাক। তবে চতুর্থ উইকেটে ইয়াসির আলী রাব্বির সঙ্গে ১০৯ রানের জুটিতে দলকে বড় সংগ্রহের ভিত গড়েন দেন এ ওপেনার। এরপর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শাহাদাত হোসেনের সঙ্গেও অবিচ্ছিন্ন ৬৭ রানের জুটিতে গড়েছেন এ ব্যাটসম্যান।

ওপেনিংয়ে নেমে সাড়া দিন ব্যাট করে ১৩৭ রান করে অপরাজিত রয়েছেন পিনাক। ২৫৬ বলের ইনিংসটি সাজাতে ১৩টি চার ২টি ছক্কায় এ রান করেন তিনি। ইয়াসির আলী রাব্বি ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেছেন। ১২৬ বলে করেন ৪৯ রান। ৩২ রানে অপরাজিত আছেন শাহাদাত। জাতীয় দলের অধিনায়ক মুমিনুলের ব্যাট থেকে এসেছে মাত্র ১১ রান।

ঢাকা মেট্রোপলিসের পক্ষে ৬৬ রানের খরচায় ২টি উইকেট নিয়েছেন আরাফাত সানি।

Comments

The Daily Star  | English

Army given magistracy power

In order to improve law and order, the government last night gave the power of magistracy to commissioned army officers for 60 days.

3h ago