লন্ডনফেরত যাত্রীদের কোয়ারেন্টিন নিয়ে বিমানবন্দর কর্মকর্তাদের পরস্পরবিরোধী বক্তব্য

লন্ডনফেরত যাত্রীরা হোটেলে কতো দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন হেলথ ডেস্ক ও বিমানবন্দরের কর্মকর্তারা।
ফাইল ছবি

লন্ডনফেরত যাত্রীরা হোটেলে কতো দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন হেলথ ডেস্ক ও বিমানবন্দরের কর্মকর্তারা।

এখন পর্যন্ত লন্ডনফেরত যাত্রীদের সরকারি তালিকাভুক্ত ২৫টি হোটেলে নিজস্ব খরচে সাত দিন কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।

আজ সোমবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ ডেস্ক ইনচার্জ ডা. শাহারিয়ার সাজ্জাদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এখন থেকে বিদেশ থেকে আসা যেকোনো যাত্রীকে সরকারি তালিকাভুক্ত হোটেলে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।’

তবে হজরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তারা ১৪ দিনের কোয়ারান্টিনে থাকার বিষয়ে সরকারের কাছ থেকে এখনো কোনো নির্দেশনা পাননি।’

বিমানবন্দরের হেলথ ডেস্কের চিকিৎসক এনামুর রশিদ বিকাল ৫টায় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘১৪ দিনের কোয়ারান্টিন সংক্রান্ত সরকারি নির্দেশনা হয়তো এক-দুদিনের মধ্যে আমাদের কাছে পৌঁছাতে পারে।’

কোয়ারেন্টিনের সময়কাল সম্পর্কে এই দুই কর্তৃপক্ষের পরস্পরবিরোধী বক্তব্য সংশ্লিষ্ট যাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

এর আগে, যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ছড়ানোর পরিপ্রেক্ষিতে গত ২৮ ডিসেম্বর যুক্তরাজ্যফেরত যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে কোয়ারেন্টিনের সময় কমিয়ে সাত দিন করা হয়।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago