চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এস এম মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চত করেছেন।
তিনি বলেন, 'বিকেলে সংঘর্ষের পরে শাহাদাত হোসেনকে তার মালিকানাধীন ট্রিটমেন্ট হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে চকবাজার থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়।
সিএমপির সহকারী কমিশনার (কোতোয়ালি) নোবেল চাকমা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সংঘর্ষের পর শাহাদাত হোসেনসহ ১৭ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি ও ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুরের ঘটনায় ট্রাফিক পুলিশ বাদি হয়ে অপর একটি মামলা প্রক্রিয়াধীন। মামলা হলেই তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে।'
গ্রেপ্তার হওয়ার আগে ডা. শাহাদাত দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, 'কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন করতে বিকেলে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় পুলিশ বিনা উস্কানিতে বিএনপি নেতাকর্মীদের ওপর রাবার বুলেট নিক্ষেপ করেছে।'
এদিকে বিএনপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম-আহ্বায়ক আবু সুফিয়ান জানান, আজ বিকেলে নগরীর কাজীর দেউড়ি এলাকায় সংঘর্ষে বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।
আরও পড়ুন-
চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ১০, আটক ১৫
Comments