করোনাভাইরাস

মৃত্যু ২৭ লাখ ৯১ হাজার, আক্রান্ত ১২ কোটি সাড়ে ৭৫ লাখের বেশি

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন ২৭ লাখ ৯১ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১২ কোটি সাড়ে ৭৫ লাখের বেশি মানুষ। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত কোটি সাড়ে ২৩ লাখেরও বেশি মানুষ।
মহামারিকালে স্পেনে একটি কনসার্ট শুরুর আগে এক নারীর করোনা পরীক্ষার জন্যে নমুনা সংগ্রহ করা হচ্ছে। ২৭ মার্চ ২০২১। ছবি: রয়টার্স

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন ২৭ লাখ ৯১ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১২ কোটি সাড়ে ৭৫ লাখের বেশি মানুষ। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত কোটি সাড়ে ২৩ লাখেরও বেশি মানুষ।

আজ মঙ্গলবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের সকাল সোয়া ১০টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৬৫২ জন এবং মারা গেছেন ২৭ লাখ ৯১ হাজার ৭২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত কোটি ২৩ লাখ ৫৫ হাজার ৮০৩ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি তিন লাখ ৩০ হাজার ৬৮৮ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৫০ হাজার তিন জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৬১৫ জন, মারা গেছেন তিন লাখ ১৩ হাজার ৮৬৬ জন। সুস্থ হয়েছেন এক কোটি ১০ লাখ ২২ হাজার ১৯২ জন।

সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থতে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি ২০ লাখ ৯৫ হাজার ৮৫৫ জন, মারা গেছেন এক লাখ ৬২ হাজার ১১৪ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি ১৩ লাখ ৯৩ হাজার ২১ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুই লাখ এক হাজার ৬২৩ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২২ লাখ ২৬ হাজার ৫৫০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৭ লাখ ৬৫ হাজার ২৪৪ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ছয় লাখ ৮৯৫ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আট হাজার ৯৪৯ জন। আর সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৩৭ হাজার ৭১৮ জন।

Comments

The Daily Star  | English

Metro rail services on Agargaon-Motijheel route suspended

However, train movement from Uttara North to Agargaon section is normal

11m ago