সূত্রাপুরে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের হাতে কিশোর নিহত
রাজধানীর সূত্রাপুরে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের হাতে ছুরিকাহত হয়ে এক কিশোর নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও দুই জন।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে সূত্রাপুরের মিল ব্যারাক লালকুঠি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অনন্ত (১৪) নবম শ্রেণির ছাত্র। তার শরীরে বেশ কয়েকটি ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় আহত সাজু ও সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাজু ঢামেক হাসপাতালে গণমাধ্যমকে বলে, স্থানীয় দুই অপরাধীর ছত্রছায়ায় সেই এলাকায় একটি কিশোর গ্যাং গড়ে উঠেছে। গত কয়েকদিন আগে সেই গ্যাংয়ের সঙ্গে অনন্ত ও তার বন্ধুদের বাকবিতণ্ডা হয়।
সেই এলাকায় গেলে গ্যাংয়ের কিশোররা তাদের আক্রমণ করে এবং তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে তাদেরকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল খান দ্য ডেইলি স্টারকে বলেছেন, আহত অবস্থায় কিশোরদের হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা অনন্তকে মৃত ঘোষণা করেন।
সূত্রাপুর থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান ডেইলি স্টারকে বলেন, হত্যাকাণ্ডের পর ১৩ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ অন্যদেরকেও গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি।
Comments