দুই ওভার খেলার পর বদলে গেল লক্ষ্য
দুই দফা বৃষ্টিতে শেষ হতে পারল না নিউজিল্যান্ডের পুরো ইনিংস। ডি/এল মেথডে তাই ১৬ ওভার ব্যাট করার জন্য দেওয়া হলো বাংলাদেশকে। আনুষ্ঠানিকভাবে লক্ষ্য দাঁড়াল ১৪৮ রানের। গণমাধ্যমের কাছে তখন তা নিশ্চিত করে বিসিবি। কিন্তু টাইগারদের ইনিংসের দ্বিতীয় ওভার চলাকালে সেই লক্ষ্য বদলে গেছে!
নেপিয়ারে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৬ ওভারে ১৪৮ রানের লক্ষ্য জেনে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১.৪ ওভারে বিনা উইকেটে তারা তোলে ১২ রান। এরপরই আম্পায়াররা খেলা বন্ধ করে দেন। টেলিভিশনের পর্দায় ম্যাচ রেফারি জেফ ক্রোর কক্ষে তখন বাংলাদেশ দলের ম্যানেজার সাব্বির খানকে কথা বলতে দেখা যায়। ছিলেন নিউজিল্যান্ড দলের ম্যানেজারও।
খানিকক্ষণ আলাপের পর ডি/এল মেথডে বাংলাদেশকে জানানো হয় নতুন লক্ষ্য। এবার লক্ষ্যটা বেশ কঠিন হয়ে গেছে যদিও। ম্যাচ জিততে হলে করতে হবে ১৭০ রান। ওই ১৬ ওভারেই। নতুন লক্ষ্য পেয়ে খেলা শুরুর পরপরই আউট হয়ে যান লিটন দাস।
ভুল লক্ষ্য জেনে ১.৪ ওভার খেলা ফেলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এমন দৃশ্য দেখা যায়নি কখনো।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান তুলে নিউজিল্যান্ড। এরপর নামে দ্বিতীয় দফার বৃষ্টি। তাদের ইনিংসে ১২.২ ওভার পর নেমেছিল প্রথম দফা বৃষ্টি।
নিউজিল্যান্ডকে চূড়ায় নিতে ৩১ বলে সর্বোচ্চ ৫৮ রান আসে গ্লেন ফিলিপসের ব্যাট থেকে। তার সঙ্গী মিচেল মাত্র ১৬ বলেই করেন ৩৪ রান। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন শেখ মেহেদী হাসান।
Comments