আরিফুলের ৩ রানের আক্ষেপ, চাপে খুলনা

আগের ম্যাচে ঢাকা বিভাগের সঙ্গে পেরে না উঠলেও খুলনা বিভাগের সঙ্গে দারুণ খেলছে রংপুর বিভাগ। প্রথম ইনিংসেই ১৪৩ রানের বড় লিড তুলে নেয় দলটি। এ লিডের অন্যতম কৃতিত্ব ছিল অধিনায়ক আরিফুল হকের। তবে দলকে কাঙ্ক্ষিত লিড এনে দিতে পারলেও মাঠ ছাড়তে হয়েছে হতাশা নিয়ে। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন রংপুর অধিনায়ক।
ছবি: বিসিবি

আগের ম্যাচে ঢাকা বিভাগের সঙ্গে পেরে না উঠলেও খুলনা বিভাগের সঙ্গে দারুণ খেলছে রংপুর বিভাগ। প্রথম ইনিংসেই ১৪৩ রানের বড় লিড তুলে নেয় দলটি। এ লিডের অন্যতম কৃতিত্ব ছিল অধিনায়ক আরিফুল হকের। তবে দলকে কাঙ্ক্ষিত লিড এনে দিতে পারলেও মাঠ ছাড়তে হয়েছে হতাশা নিয়ে। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন রংপুর অধিনায়ক।

মঙ্গলবার রংপুর ক্রিকেট গার্ডেনে প্রথম টায়ারের ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৪ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৪ রান তুলে দিন শেষ করেছে খুলনা। এর আগে প্রথম ইনিংসে ২২১ রানে অলআউট হয়েছিল দলটি। ফলে দ্বিতীয় দিন শেষে ১৩৯ রানের পিছিয়ে আছে খুলনা।

আগের দিন ৩ উইকেটে ১০৩ রান নিয়ে ব্যাট করতে নামা রংপুর এদিন স্কোরবোর্ডে ৩ রান যোগ করতেই তানবির হায়দারকে হারায়। তবে নাসির ব্যাট করতে থাকেন স্বাভাবিক ছন্দেই। অধিনায়ক আরিফুলের সঙ্গে পঞ্চম উইকেটে গড়েন ৭৫ রানের জুটি। রবিউল ইসলাম রবির বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়ে নাসির আউট হলে ভাঙে এ জুটি।

এরপর ষষ্ঠ উইকেটে মাহমুদুল হাসানের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন আরিফুল। তবে ধীমান ঘোষের সঙ্গে তার সপ্তম উইকেটে ৮৩ রানের জুটিতেই বড় লিডের ভিত পেয়ে যায় খুলনা। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলতে পারে দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৯৭ রানের ইনিংস খেলেন আরিফুল। ১৬৪ বলে ১১টি চারের সাহায্যে এ রান করেন অধিনায়ক। ১১৬ বলে ৯টি চারে ৬৬ রান করেন নাসির। এছাড়া ধিমানের ব্যাট থেকে আসে ৪৩ রান।

খুলনার পক্ষে ৭৮ রানের খরচায় ৪টি উইকেট নিয়েছেন মাসুম খান। আব্দুল হালিম ও রবিউল পান ২টি করে উইকেট।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও স্বস্তিতে নেই খুলনা। শুরুতেই খালি হাতে ফিরেছেন ওপেনার রবিউল ইসলাম রবি। তবে অপরাজিত থেকে দিন শেষ করেছেন অমিত মজুমদার ও তিন নম্বরে নামা ইমরুল কায়েস।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago