মোংলা বন্দরের পশুর চ্যানেলে কয়লা বোঝাই জাহাজডুবি
পশুর নদীর কাটাখালী এলাকায় এমভি ইফসিয়া মাহিন নামের একটি কয়লা বোঝাই জাহাজ ডুবে গেছে। ৪৮০ মেট্রিক টন সক্ষমতার জাহাজটিতে ৫১০ মেট্রিক টন কয়লা ছিল।
নদীতে প্রবল স্রোতের মুখে বয়া থেকে দড়ি ছিঁড়ে অন্য একটি লাইটারে ধাক্কা দিয়ে জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে থাকা ১০ জন নাবিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন বলে জাহাজের মালিকের বরাত দিয়ে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার শেখ ফকর উদ্দিন।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরে প্রবল স্রোতের কারণে জাহাজের দড়ি বয়া থেকে ছিঁড়ে যায়। অন্য একটি কার্গোর সঙ্গে ইফসিয়া মাহিনের সংঘর্ষ হয়। জাহাজটির বাম দিকের হ্যাচ ফেটে গেলে পানি উঠে এক পর্যায়ে ডুবে যায়। সেখানে থাকা আরও ১০-১২টি জাহাজ একইভাবে বিপদের মুখে পড়লেও নাবিকেরা জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন।
ডুবে যাওয়া জাহাজটি কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়া যাওয়ার কথা ছিল বলে তিনি জানান।
বন্দরের হারবার বিভাগ বলেছে, জাহাজটি পশুর চ্যানেলের বাইরে চরের দিকে ডুবে যাওয়ায় মূল চ্যানেলটি নিরাপদ রয়েছে।
Comments