করোনা আক্রান্ত আব্দুল মতিন খসরু সিএমএইচ’র আইসিইউতে

করোনাভাইরাসে আক্রান্ত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী সংসদ সদস্য আব্দুল মতিন খসরুকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
lawyer_Abdul Matin Khasru.jpg
আব্দুল মতিন খসরু। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী সংসদ সদস্য আব্দুল মতিন খসরুকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার আব্দুল মতিন খসরু নিজেই দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

টেলিফোনে তিনি বলেন, ‘আমার করোনা হয়েছে। এখন সিএমএইচের আইসিইউতে আছি। আমার জন্য আপনারা দোয়া করবেন।’

তার ব্যক্তিগত সহকারী মো. মহিন মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্যারের (আব্দুল মতিন খসরু) শরীরের সোডিয়াম লেভেল কমে যাওয়ায় রোববার রাতে তাকে আইসিইউতে নিতে হয়। এখন তার শারিরীক অবস্থা ভালো। কোনো শ্বাসকষ্ট বা কিডনির সমস্যা নেই।’

‘মেডিকেল বোর্ড তাকে পরীক্ষা করে চিকিৎসার প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে’, যোগ করেন তিনি।

গত ১৫ মার্চ আব্দুল মতিন খসরু সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে পজিটিভ আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

Comments