করোনাভাইরাস

মৃত্যু ২৮ লাখ ছাড়াল, আক্রান্ত ১২ কোটি সাড়ে ৮১ লাখের বেশি

ছবি: রয়টার্স ফাইল ফটো

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন ২৮ লাখের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১২ কোটি সাড়ে ৮১ লাখের বেশি মানুষ। এ ছাড়া, সুস্থ হয়েছেন প্রায় সাত কোটি ২৭ লাখ মানুষ।

আজ বুধবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের সকাল সাড়ে ১০টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৮১ লাখ ৫২ হাজার ৪১৬ জন এবং মারা গেছেন ২৮ লাখ তিন হাজার নয় জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৪২১ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি তিন লাখ ৯৩ হাজার ২৬ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৫০ হাজার ৯৫৫ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ২৬ লাখ ৫৮ হাজার ১০৯ জন, মারা গেছেন তিন লাখ ১৭ হাজার ৬৪৬ জন। সুস্থ হয়েছেন এক কোটি ১০ লাখ ৭১ হাজার ১৫৬ জন।

সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থতে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি ২১ লাখ ৪৯ হাজার ৩৩৫ জন, মারা গেছেন এক লাখ ৬২ হাজার ৪৬৮ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৩০১ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুই লাখ দুই হাজার ৬৩৩ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৩২ হাজার ৯১০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৭ লাখ ৬৫ হাজার ২৪৪ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ছয় লাখ পাঁচ হাজার ৯৩৭ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আট হাজার ৯৯৪ জন। আর সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৩৯ হাজার ৮৮০ জন।

Comments

The Daily Star  | English

NCC ex-mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

57m ago