বিএনপি নেতা মিনুসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনুসহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ মঙ্গলবার রাজশাহী মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মামলার বাদীর আইনজীবী নুরুল ইসলাম সরকার।
তিনি জানান, আজকের মধ্যে এই মামলার প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করা ছিল। পরে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম আজ মামলার প্রতিবেদন জমা দিয়েছেন। সেখানে মামলায় অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
নুরুল ইসলাম সরকার আরও জানান, আগামী ২৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
এর আগে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোসাব্বির বাদী হয়ে গত ১৬ মার্চ মিনুসহ চার জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন।
মামলায় মিনু ছাড়া বাকি তিন আসামি হলেন— রাজশাহী বিভাগের কেন্দ্রীয় বিএনপির সাংগঠিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মকবুল।
আরও পড়ুন:
বিএনপি নেতা মিনুসহ ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
বিএনপি নেতা মিনুসহ ৫ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে আজ
Comments