হেফাজতের হরতাল: চট্টগ্রামে ৬ মামলায় অজ্ঞাতনামা দেড় হাজার আসামি

চট্টগ্রামে হেফাজতে ইসলামের মোদিবিরোধী মিছিলে পুলিশের সঙ্গে হেফাজতের নেতাকর্মী-সমর্থকদের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা ছয়টি মামলায় অজ্ঞাতপরিচয়ের অন্তত দেড় হাজার জনকে আসামি করা হয়েছে।
গত ২৭ মার্চ হাটহাজারি মাদ্রাসার মূল গেটে প্রতিরক্ষামূলক লাইন তৈরি করে রেখেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ছবি: রাজীব রায়হান

চট্টগ্রামে হেফাজতে ইসলামের মোদিবিরোধী মিছিলে পুলিশের সঙ্গে হেফাজতের নেতাকর্মী-সমর্থকদের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা ছয়টি মামলায় অজ্ঞাতপরিচয়ের অন্তত দেড় হাজার জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম পুলিশের এসপি এস এম রাশিদুল হক। তিনি বলেন, ‘পুলিশ সদস্যদের ওপর হামলা ও থানা ভাঙচুরসহ সংঘর্ষের ঘটনায় পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে চারটি মামলা দায়ের করেছে।’

‘যেহেতু প্রত্যেকটি মামলায় অভিযোগের ভিত্তিতে আসামির সংখ্যা ভিন্ন, তাই মোট আসামি কতজন তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না’, বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘হাটহাজারী উপজেলা এসিল্যান্ড অফিস ভাঙচুর ও এসিল্যান্ডের জিপে আগুন দেওয়ার ঘটনায় সেই অফিসের কর্মকর্তারাও দুইটি মামলা দায়ের করেছেন।’

মামলাগুলোতে হেফাজত নেতাদের নাম রয়েছে কি না, জানতে চাইলে কোনো উত্তর দেননি এসপি এসএম রাশিদুল হক।

আরও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: ৭ মামলায় হেফাজতের কারও নাম নেই

হেফাজতের হরতাল: নারায়ণগঞ্জে পুলিশের মামলায় আসামি বিএনপি ও জামায়াত

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago