সেরাম থেকে ভ্যাকসিন পাওয়ায় কোনো অনিশ্চয়তা নেই: অর্থমন্ত্রী
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাওয়া নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই এবং ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কর্মসূচি যথাসময় অনুযায়ী চলবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘একটু আগে আমরা মিটিংয়ে ছিলাম। সেখানে স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন। তিনি এ ধরনের কোনো আশঙ্কা প্রকাশ করেননি।’
‘সরকার ইতোমধ্যে ভারতের কোম্পানিকে টাকা পরিশোধ করে দিয়েছে। তাই ভ্যাকসিন না পাওয়ার কোনো কারণ নেই’, বলেন তিনি।
সরকারের ভ্যাকসিন কর্মসূচি চলমান রয়েছে বলে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এ ছাড়া, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কিছু উদ্যোগের কথা বলেছেন। এসব উদ্যোগে করোনা কমে আসবে বলে আশা করা যায়।’
‘সারাবিশ্বে এখন ভ্যাকসিন দেওয়া চলছে। আমরাও ভ্যাকসিন দিচ্ছি। ভ্যাকসিন দেওয়া শেষ হলে করোনার প্রভার কমে আসবে বলে আশা করছি’, যোগ করেন অর্থমন্ত্রী।
আজ ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের মাধ্যমে ভারতের এম/এস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিডেট থেকে ১৭৬ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ৫০ মেট্রিক টন চাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।’
Comments