কোয়ারেন্টিন না মানায় সিলেটে লন্ডনফেরত ২ প্রবাসী কারাগারে

সরকারের নির্দেশনা অনুযায়ী বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন না মানায় সিলেটে লন্ডনফেরত দুই প্রবাসীকে সাত দিনের কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা আদায় শেষে গতকাল তাদের সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
প্রতীকী ছবি

সরকারের নির্দেশনা অনুযায়ী বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন না মানায় সিলেটে লন্ডনফেরত দুই প্রবাসীকে সাত দিনের কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা আদায় শেষে গতকাল তাদের সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

শাস্তিপ্রাপ্তরা হলেন- বর্তমানে সিলেট নগরীর পাহাড়িকা আবাসিক এলাকার বাসিন্দা ও সুনামগঞ্জের ছাতক উপজেলার গয়াসপুর গ্রামের মো. আব্দুন নুর (৪২) ও সিলেটের বিশ্বনাথ উপজেলার চানপুর গ্রামের আলম হাসান রউফ (৩৬)।

গত ২২ মার্চ লন্ডন থেকে একটি ফ্লাইটে আসা ১৪০ জন যাত্রীর মধ্যে এই দুই প্রবাসী সাত দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে নগরীর দরগাহ গেইট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে ওঠেন। সাত দিন শেষে গত সোমবার বাধ্যতামূলক করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। কিন্তু নমুনার ফলাফল আসার আগেই গতকাল তারা কোয়ারেন্টিন ভেঙে হোটেল ত্যাগ করেন। সারাদিন বাইরে থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় তারা হোটেলে ফিরে আসেন।

সে রাতে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন ওই হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত ওই দুই প্রবাসীকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫(১) ধারায় ১০ হাজার টাকা করে জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন। পরে জরিমানা আদায় শেষে রাত ১০টায় তাদের সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠান আদালত।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago