লঞ্চ ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব বিআইডব্লিউটিএর

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লঞ্চে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আজ বুধবার বিআইডব্লিউটিএর এক সভায় এ প্রস্তাব করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।
তিনি জানান, আজকের সভায় স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী লঞ্চে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে লঞ্চ ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলেন, 'ভাড়া বাড়ানোর প্রস্তাব আমরা নৌ-পরিবহন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করছি, আগামীকালের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।'
বিআইডব্লিউটিএ এবং সংশ্লিষ্ট সংস্থা ও লঞ্চ মালিক সমিতির সঙ্গে আলোচনা করা এ প্রস্তাবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বর্তমানে ১০০ কি.মি পর্যন্ত প্রতি কিলোমিটার লঞ্চ ভাড়া এক টাকা ৭০ পয়সা ও ১০০ কিলোমিটারের বেশি এক টাকা ৪০ পয়সা এবং জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা নির্ধারিত আছে।
আরও পড়ুন-
Comments