সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের করোনা শনাক্ত
পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের করোনা শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সংসদ কার্যালয় থেকে তার করোনা আক্রান্তের খবর জানানো হয়।
এর আগে, গত ২৯ মার্চ সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির সংসদ ভবনে করোনা নমুনা সংগ্রহ কেন্দ্রে নমুনা দিয়ে পাবনার সুজানগরে তার নিজ বাড়িতে চলে আসেন।
সুজানগর উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সেলিম মোরশেদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা আক্রান্ত হলেও ফিরোজ কবির শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানান ডা. সেলিম।
ডা. সেলিম আরও জানান, সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির গত ৭ ফেব্রুয়ারি সুজানগর উপজেলা হাসপাতাল থেকে করোনার প্রথম ডোজ টিকা নেন।
করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার পর, দ্বিতীয় ডোজ নেওয়ার আগেই তিনি করোনা আক্রান্ত হলেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সাধারণত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার ২২ দিন পর থেকে কার্যকারিতা শুরু হয়। তবে কারও কারও ক্ষেত্রে সময় আরও বেশিও লাগতে পারে। ফলে ভ্যাকসিন নেওয়ার পরেও সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা অপরিহার্য।
Comments