ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব: ১১ মামলা, ১০ হাজারের বেশি আসামি, গ্রেপ্তার ২১

ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় সুরসম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আগুন দেয় হেফাজতের হরতাল সমর্থনকারীরা। ছবি: স্টার

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ মার্চ থেকে শুরু করে ২৮ মার্চ পর্যন্ত তিন দিনে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা ১০ হাজারের বেশি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এখন পর্যন্ত হওয়া ১১টি মামলায় আসামি ১০ হাজারের বেশি। পুলিশ এ পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করেছে।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ও জেলা ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সদর মডেল থানায় আটটি মামলা করা হয়েছে। আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় হামলা ও প্লাজা সংলগ্ন পুলিশ ফাঁড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে আশুগঞ্জ থানায় দুটি মামলা এবং সরাইল বিশ্বরোড মোড়ের হাইওয়ে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সরাইল থানায় একটি মামলা করা হয়েছে।

এসব মামলায় ১০৭ জনকে নামে এবং ১০ হাজারের বেশি মানুষকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে সদর থানা পুলিশ ১৮ জন ও আশুগঞ্জ থানা পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গত ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়া শহর, সরাইল ও আশুগঞ্জে তাণ্ডব চালিয়ে সরকারি-বেসরকারি অর্ধশতাধিক প্রতিষ্ঠান, দুটি মন্দির, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, ভূমি অফিস, জেলা পরিষদ কার্যালয়, পৌরসভা কার্যালয়, পৌর মিলনায়তন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, জেলা সরকারি গণগ্রন্থাগারসহ জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগ করে হেফাজতের সমর্থকরা।

আরও পড়ুন: 

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: ৭ মামলায় হেফাজতের কারও নাম নেই

‘রণক্ষেত্র’ ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

১২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী রেল যোগাযোগ স্বাভাবিক

গ্যাস নেই ব্রাহ্মণবাড়িয়া শহরে, দুর্ভোগ সীমাহীন

ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, রেলস্টেশন ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় মামলা ৩, আসামি ৬৫০০

ময়নাতদন্ত ছাড়াই দাফন ব্রাহ্মণবাড়িয়ায় নিহত আশিকের

সরাইলে ফাঁড়িতে হামলা, ১৫ পুলিশ সদস্য আহত

হরতাল চিত্র

ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানা ও পুলিশ লাইনে হামলা, গুলিতে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি অফিস, গণগ্রন্থাগার, আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আগুন

ব্রাহ্মণবাড়িয়া: নিহত বেড়ে ৬ হেফাজতের হরতালে দোকান ও যান চলাচল বন্ধ

উচ্ছৃঙ্খলতা বন্ধ করুন, নইলে কঠোর অবস্থান নেবে সরকার: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যারিকেড: ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী ট্রেন চলাচল বন্ধ

আবারও পোড়ানো হলো ‘সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন’

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

5h ago