বাপ্পী লাহিড়ী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে
ভারতের খ্যাতিমান গায়ক ও সংগীত পরিচালক বাপ্পী লাহিড়ী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘বাপ্পী লাহিড়ীর করোনা রিপোর্ট পজিটিভ। আপাতত তিনি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
সম্প্রতি তার সংস্পর্শে যারা এসেছেন তাদের সবাইকে করোনা পরীক্ষার অনুরোধ জানিয়েছে বাপ্পী লাহিড়ীর পরিবার।
গত মার্চের শুরুতেই করোনার টিকা নিতে নিবন্ধন করেছিলেন ৬৮ বছর বয়সী এই সংগীত তারকা। তবে তিনি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন কিনা তা সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
Comments