সংগ্রামী নারী বেবীর পাশে ‘স্বপ্ন’

জীবন মানেই সংগ্রাম। আর আমাদের এই সংগ্রাম সমাজে ভালোভাবে বাঁচার জন্য। জীবনের সঙ্গে এমনই এক যুদ্ধ করে চলছেন বিক্রমপুরের মুন্সিগঞ্জের সংগ্রামী নারী বেবী আক্তার।

বাবা-মা, স্বামী-সংসার নিয়ে মাঝে কিছুটা সময় ভালো থাকলেও বেশ কয়েক বছর আগে তার সংসার ভেঙে যায়। একমাত্র ছেলে দীন ইসলামকে নিয়ে শুরু হয় তার বেঁচে থাকার সংগ্রাম।

ছেলে ছোট হওয়ায় দেড় বছর আগে সংসার খরচ চালাতে নিজেই হাতে তুলে নেন রিক্সা।

মিরপুর ১১, ১২ নম্বর এলাকায় সবাই তাকে বেবী নামেই চেনেন। ঠিকমত ভাড়া না পাওয়ায় রিক্সা চালিয়ে সংসার চালানো কষ্ট হয়ে যায় তার।

গণমাধ্যমে বেবীর এই করুণা গল্প উঠে এলে তা চোখে পড়ে স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরের। স্বপ্ন’র তেজগাঁও অফিসে বেবীকে ডেকে কাজের সুযোগ করে দেওয়া হয়।

গতকাল বুধবার দুপুরে বেবীকে নিয়োগ দেওয়ার সময় উপস্থিত ছিলেন স্বপ্ন’র বিজনেস ডিরেক্টর সোহেল তানভির খান, মানবসম্পদ বিভাগের প্রধান শাহ মো. রিজভী রনী, মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার কামরুজ্জামান মিলু।

আজ থেকেই শুরু হবে বেবীর নতুন কাজ। মিরপুর ১১ নম্বর এলাকার ‘স্বপ্ন’ আউটলেটে হোম ডেলিভারি কাজে নিযুক্ত হয়ে বেশ খুশি তিনি।

নিজের রিক্সা দিয়েই এবার আশপাশের বাড়িতে হোম ডেলিভারি করবেন বেবী। এর বিনিময়ে প্রতিদিনের পারিশ্রমিক প্রতিদিনই পাবেন তিনি।

এমন কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত বেবী আক্তার বলেন, ‘আমি সত্যিই আনন্দিত। কারণ রিক্সা জমার টাকা দেওয়ার পর আমার হাতে দেড়শ থেকে ২০০ টাকার বেশি থাকতো না। আমার ছেলেটা ক্লাস ফাইভে পড়ে। দিন-রাত পরিশ্রম করেও সংসার ভালোভাবে চালানো কঠিন হয়ে যেত আমার। ‘স্বপ্ন’ আমাকে উপযুক্ত একটা পারিশ্রমিকের ব্যবস্থা করে দিল। ‘স্বপ্ন’ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ।’

Comments

The Daily Star  | English

US lowers Bangladesh tariff to 35% from 37%

Failure to secure a more favourable bilateral agreement by Aug 1 deadline would be a significant blow to the country's export-oriented economy

7h ago